1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
গুইমারা কলেজিয়েট স্কুলে শিক্ষক জসিমের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগ! সন্তু গ্রুপের হামলায় কর্মী খুনের নিন্দা খাগড়াছড়ির পানছড়িতে খুকু চাকমা হত্যার ঘটনায় গণতান্ত্রিক যুব ফোরামের নিন্দা পানছড়ি লোগাং উচ্চ বিদ্যালয়ের হোস্টেলে জেএসএস (সন্তু) সশস্ত্র সন্ত্রাসীরা দখল করে অবস্থান নিয়েছে, শিক্ষা কার্যক্রম ব্যাহত। বন সংরক্ষণ আইন অপব্যবহার: পাহাড়িদেরকে দমনের কৌশল বদলে গেছে। ৪ জন নিহতের ঘটনা গুজব: ইউপিডিএফ দীঘিনালায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলিতে ৪ ইউপিডিএফ সদস্য নিহত হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা দীঘিনালায় জেএসএস-ইউপিডিএফ গোলাগুলি ও নিহতের খবর ভুয়া! সেনা নির্ভরতায় জেএসএস সন্তু লারমার নেতৃত্বে ‘আন্দোলন’ কি প্রশ্নের মুখে। ধনপাদা -নাড়াইছড়িতে সেনাবাহিনী ভয়ে ইঞ্জিনচালিত নৌকাগুলো চলাচল বন্ধ

বই, দলীয় পতাকা, পোস্টার-লিফলেট-ব্যানার রাখলে কেন অপরাধ হবে?

নিরন চাকমা
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

বই, দলীয় পতাকা, পোস্টার-লিফলেট-ব্যানার রাখলে কেন অপরাধ হবে?

যে কোন সংগঠন পোস্টার, লিফলেটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে প্রচার-প্রচারণা চালায়, সেগুলো সংরক্ষণ করে রাখে। আর সেই সংগঠনের সমর্থক, শুভাকাঙ্খী কিংবা সাধারণ জনগণও দলিল হিসেবে সেগুলো সংরক্ষণ করে থাকে।

যারা লেখক তাদেরও সেগুলো সংরক্ষণ করতে হয়। কারণ তাদেরকে লেখালেখি করতে হয়, ইতিহাস-রাজনীতি নিয়ে আলোচনা করতে হয়।

সভা-সমাবেশ, মিছিল-মিটিঙে ব্যানার-প্ল্যাকার্ড, পোস্টার তো খুবই প্রয়োজনীয় জিনিস। এসবই হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের উপাদান।

আর দলীয় পতাকাতো বাংলাদেশের প্রত্যেক দল-সংগঠনের রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী কিংবা মিছিল-মিটিঙে সেগুলো ব্যবহার করে থাকে।

বই-পুস্তকও তো এখন প্রত্যেকের ঘরে ঘরে পাওয়া যায়, ছোটখাটো লাইব্রেরি করে থাকে। এসব “উদ্ধার” করে তারা কি কৃতিত্ব দেখাতে চায়? ইউপিডিএফতো সেগুলো এমনিতেই বিলি-বিক্রি করে থাকে।

প্রতিষ্ঠাবার্ষিকীর সময় ইউপিডিএফ নানা স্থানে দলীয় পতাকা টাঙিয়ে দেয়। রঙিন পতাকা দিয়ে সাজসজ্জা করে। সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে সেসব প্রচার করে থাকে। তাহলে মিডিয়া কেন এসব জিনিসপত্র রাখাকে”সন্ত্রাসী” কাজ বলে অপপ্রচার চালাবে?

ইউপিডিএফ একটি গণতান্ত্রিক দল, কোন নিষিদ্ধ দল নয়। গঠনলগ্ন থেকে দলটি গণতান্ত্রিকভাবে তার সাংগঠনিক কাজ করে যাচ্ছে। চার চার বার জাতীয় নির্বাচনে প্রার্থী দিয়ে অংশগ্রহণ করেছে। কারো বাড়িতে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের পোস্টার, লিফলেট, বইপত্র, কাপড়-চোপড় রাখা কেন অপরাধ হবে? এসব কি নিষিদ্ধ কোন জিনিস?মূল কথা হচ্ছে- আগামী নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্ট চক্র ও তাদের দোসররা মিলিতভাবে ইউপিডিএফের ভাবমূর্তি ক্ষুন্ন করতে মরিয়া হয়ে উঠেছে। দীর্ঘ ২৭ বছর ধরেই তো ইউপিডিএফের বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র করে আসছে তারা। এ যাবত সাড়ে তিন শতাধিক নেতা-কর্মী, সমর্থকে হত্যা করা হযেছে। কিন্তু কোন ষড়যন্ত্রই ইউপিডিএফের ন্যায্য আন্দোলন দমিয়ে রাখতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট