রাঙামাটির সাপছড়িতে জেএসএস সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় এক ইউপিডিএফ সদস্য আহত
পাহাড়ের কন্ঠ নিউজ
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের যৌথখামার (টিভি মৌন পাড়া) এলাকায় নিজ বাড়িতে অবস্থানকালে জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে এক ইউপিডিএফ সদস্য আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) বিকাল পৌনে ৫টার সময় এ হামলার ঘটনা ঘটে।
আহত ইউপিডিএফ সদস্যের নাম লেটতো চাকমা ওরফে মনযোগ (৪২), পিতা- রত্ন কুমার চাকমা, গ্রাম- যৌথখামার (টিভি মৌন পাড়া), সাপছড়ি ইউনিয়ন, রাঙামাটি সদর উপজেলা।
পরিবার ও এলাকাবাসীর সুত্রে জানা যায়, আজ বিকাল পৌনে ৫টা সময় আমছড়ির ডেপ্পোছড়ি থেকে ২টি সিএনজি (অটোরিক্সা) যোগে সন্তু গ্রুপের ৬ জনের একটি সশস্ত্র দল ইউপিডিএফ সদস্য লেটতো চাকমার বাড়িতে হানা দেয়। এ সময় তিনি বাড়ির উঠানে অবস্থান করছিলেন। সন্তু গ্রুপের সন্ত্রাসীরা তাকে দেখা মাত্র গুলি করতে থাকে। এতে তিনি কোমরে ও হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে গুলি করার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়।
উল্লেখ্য, গত ১৬ মার্চ একই ইউনিয়নের খামারপাড়ায় সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা নির্মল খীসা নামে এক ইউপিডিএফ কর্মীকে গুলি হত্যা করেছিল।