1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন

মাটিরাঙ্গায় ৯ বছরের এক পাহাড়ি শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে আটক

রিকেন চাকমা
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

মাটিরাঙ্গায় ৯ বছরের এক পাহাড়ি শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে আটক

শিশুকে ধর্ষণ চেষ্টাকারী মো. হারুন মিয়া।

মাটিরাঙ্গা, পাহাড়ের কন্ঠ  নিউজ
শুক্রবার, ২ মে ২০২৫

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা ব্যাঙমারা এলাকার সুধীর কুমার পাড়ায় মো. হারুন মিয়া (৩৫) নামে এক ফেরিওয়ালা (ভ্রাম্যমান হকার) কর্তৃক ৯ বছরের পাহাড়ি শিশুকে ধর্ষণ চেষ্টার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা ধর্ষণ চেষ্টাকারী মো. হারুন মিয়াকে হাতেনাতে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছেন।

আজ শুক্রবার (২ মে ২০২৫) দুপুরে এ ঘটনা ঘটে।

ধর্ষণ চেষ্টাকারী হারুন মিয়ার পিতার নাম মো. জানু মিয়া। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাপরতলায়। তবে বর্তমানে সে মাটিরাঙ্গা সদরে অবস্থান করে বলে জানা গেছে।

এলাকাবাসী মো. হারুন মিয়াকে মাটিরাঙ্গা পুলিশের নিকট সোপর্দ করে।

জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার সময় মো. হারুণ মিয়া তার মালামাল (হাড়ি-পাতিলসহ বিভিন্ন জিনিসপত্র) বিক্রির জন্য সুধীর কুমার পাড়ায় যায়। এ সময় সেখানে ৯ বছরের এক শিশুকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটি চিৎকার দিলে তার মাসি তৎক্ষনাত দৌঁড়ে গিয়ে হারুন মিয়া শিশুটিকে ধর্ষণের চেষ্টা করতে দেখলে গ্রামের অন্যান্যদের ডাক দেন। পরে লোকজন ছুটে গিয়ে হারুণ মিয়াকে আটক করে। এরপর এলাকাবাসী মাটিরাঙ্গা থানা পুলিশকে খবর দেয় এবং মো. হারুন মিয়াকে পুলিশের নিকট সোপর্দ করে।

মো. হারুন মিয়ার নামে থানায় আগের ১টি চুরির মামলা রয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী শিশুকে ধর্ষণ চেষ্টাকারী মো. হারুন মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট