1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গুইমারা কলেজিয়েট স্কুলে শিক্ষক জসিমের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগ! সন্তু গ্রুপের হামলায় কর্মী খুনের নিন্দা খাগড়াছড়ির পানছড়িতে খুকু চাকমা হত্যার ঘটনায় গণতান্ত্রিক যুব ফোরামের নিন্দা পানছড়ি লোগাং উচ্চ বিদ্যালয়ের হোস্টেলে জেএসএস (সন্তু) সশস্ত্র সন্ত্রাসীরা দখল করে অবস্থান নিয়েছে, শিক্ষা কার্যক্রম ব্যাহত। বন সংরক্ষণ আইন অপব্যবহার: পাহাড়িদেরকে দমনের কৌশল বদলে গেছে। ৪ জন নিহতের ঘটনা গুজব: ইউপিডিএফ দীঘিনালায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলিতে ৪ ইউপিডিএফ সদস্য নিহত হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা দীঘিনালায় জেএসএস-ইউপিডিএফ গোলাগুলি ও নিহতের খবর ভুয়া! সেনা নির্ভরতায় জেএসএস সন্তু লারমার নেতৃত্বে ‘আন্দোলন’ কি প্রশ্নের মুখে। ধনপাদা -নাড়াইছড়িতে সেনাবাহিনী ভয়ে ইঞ্জিনচালিত নৌকাগুলো চলাচল বন্ধ

রাঙামাটিতে এক পাহাড়ি যুবকের ওপর সেটলারদের হামলা

রাঙামাটি প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

রাঙামাটিতে এক পাহাড়ি যুবকের ওপর সেটলারদের হামলা

রাঙামাটি শহরের বনরূপা বাজার এলাকায় সেটলার বাঙালিরা সমাবেশের নামে বিনা উস্কানিতে এক পাহাড়ি যুবকের ওপর হামলা করেছে। হামলাকারীরা তার পরনের কাপড় চোপড় ছিঁড়ে দেয় এবং নগদ টাকাও কেড়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, আজ সোমবার (১২ মে ২০২৫) সকালে সেটলার বাঙালিরা রাঙাামটি শহরে “জাতীয় ঐকমত্য কমিশনে ইউপিডিএফের পার্বত্য চট্টগ্রামে ‘স্বায়ত্তশাসন’ প্রস্তাবের” প্রতিবাদের নামে এক সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সেটলার সর্দার কাজী মুজিবুর রহমান পাহাড়িদের বিরুদ্ধে নানা বিদ্বেষমূলক বক্তব্য দেন এবং অস্ত্র হাতে তুলে নেয়ারও হুমকি প্রদান করেন।

সমাবেশ চলাকালে সকাল ১১টার সময় বনরূপা বাজার এলাকায় সেটলার বাঙালিরা বিনা উস্কানিতে এক পাহাড়ি যুবকের ওপর হামলা চালায়।

হামলার শিকার যুবকের নাম প্রান্তর চাকমা। তিনি বর্তমানে পপুলার ফার্মাসিউটিক্যাল লি. এর রাঙাামটি এরিয়া বিক্রয় প্রতিনিধি বলে জানা গেছে।

সেটলাররা তাঁর পরনের কাপড়-চোপড় ছিঁড়ে ফেলে এবং কিল-ঘুষি দিয়ে তাঁকে মাটিতে ফেলে দেয়। এতে তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।

এ সময় সেটলাররা তাঁর সাথে থাকা একটি মোবাইল ও কোম্পানির মালামাল বিক্রয়ের নগদ ৪৩ হাজার টাকা সহ পকেট খরচের জন্য রাখা সকল টাকাও কেড়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাস্থলের আশে-পাশে পুলিশ উপস্থিত থাকলেও হামলকারীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন জন অবিলম্বে হামলাকারী সেটলারদের আইনের আওতায় আনার দাবি করছেন।

উল্লেখ্য, সমাবেশের প্রধান বক্তা কাজী মুজিবুর রহমান ওরফে কাজী মুজিব এক সময় বান্দরবান জেলা আওয়ামী লীগের নেতা ছিলেন। তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি-অনিয়ম, ভূমি বেদখলসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। পরে তিনি সেটলারদের নিয়ে কথিত “পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’ নাম দিয়ে একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন গঠন করেন। কিন্তু চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে দেশে পট পরিবর্তন হলে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ যুক্ত হন বলে জানা গেছে।

ইতোমধ্যে বান্দরবান থেকে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু সরকার-প্রশাসন এখনো তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। উল্টো তিনি এখন সেটলার বাঙালিদের উস্কে দিয়ে পাহাড়িদের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে পাহাড়ের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট