1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

মহালছড়িতে সেটলার বাঙালি কর্তৃক এক পাহাড়ি নারী ধর্ষণের শিকার!

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে
মহালছড়িতে সেটলার বাঙালি কর্তৃক এক পাহাড়ি নারী ধর্ষণের শিকার!খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের জামতলা গ্রামে সেটলার বাঙালি কর্তৃক এক পাহাড়ি নারী (২২) ধর্ষণের শিকার হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) রাতে মাইসছড়ির জামতলা গ্রামে এ ঘটনা ঘটে।

ধর্ষণকারীর নাম মো. আনিসুর রহমান (বদি), পিতা- চানমিয়া, গ্রাম- কালাপাহাড়, মহালছড়ি।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার সময় ভূক্তভোগী নারী তার দুই শিশু সন্তানকে নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় সেটলার মো. আনিসুর রহমান (বদি) সেখানে উপস্থিত হয়ে স্বামী বাড়িতে না থাকার সুযোগে বাড়িতে ঢুকে প্রথমে ওই নারীর কাছ থেকে ৫ মাস বয়সী শিশু সন্তানকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এরপর ওই নারীকে টেনেহিঁচড়ে ধানক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগী নারী প্রতিরোধের চেষ্টা করেন এবং এক পর্যায়ে চিৎকার দেন। এরপর ওই নারীর চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে গেলে ধর্ষক আনিসুর রহমান পালিয়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় ঘটনায় জড়িত আনিসুরকে আটক করে মহালছড়ি থানায় নিয়ে যায় বলে জানা গেছে।

ভুক্তভোগী নারীকে আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটিকে প্রথমে ধর্ষণের চেষ্টা হিসেবে বলা হলেও মেডিকেল পরীক্ষায় তাকে ধর্ষণের আলামত মিলেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে তা প্রকাশ না করতে বলা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

এদিকে, ওই নারীর শিশু সন্তানটিও গুরুতর আঘাত পাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকেও খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়ার খবর পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট