কল্পনা চাকমা অপহরণের ২৯ বছর উপলক্ষে মাটিরাঙ্গায় পোস্টারিং
কল্পনা চাকমা অপহরণের ২৯ বছর উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়ন ও আমতলী ইউনিয়নে,সর্বসিদ্ধি পাড়া,রাজা পাড়া,কেয়া পাড়া, ময়দা ছড়া,বড় গ্রাম,তৈন মোক্কে পাড়া,রোজা পাড়া,কলেজ গেট ডাক বাংলা,রোজা পাড়া এলাকায় পোষ্টারিং করা হয়েছে।
হিল উইমেন্স ফেডারেশন পোস্টারটি প্রকাশ করেছে। পোস্টারে কল্পনা চাকমা অপহরণের ২৯ বছর উপলক্ষে আগামী ১২ জুন ২০২৫ রাঙামাটি ও খাগড়াছড়ির নির্ধারিত গুরুত্বপূর্ণ স্থানসমূহে নারী_সমাবেশ আয়োজনের কথা উল্লেখ রয়েছে।
পোস্টারের শ্লোগান:
সারাদেশে নারীর ওপর চলমান বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তোল!
নারী নিরাপত্তার প্রধান হুমকি সেনা-সেটলার পাহাড় থেকে সরিয়ে নাও!