সোমবার রাঙামাটির কাউখালী বাজার বর্জনের ডাক ইউপিডিএফের ৪ সংগঠনের
রাঙামাটির কাউখালী উপজেলায় নারী সমাবেশে অংশগ্রহণকারী অতিথি বক্তা অলিউর সান, নূজিয়া হাসিন রাশা ও মারজিয়া প্রভা’র ওপর হামলার অভিযোগে হামলাকারীদের দ্রুত গ্রেফতারপূর্বক শাস্তির দাবিতে আগামী সোমবার (১৬ জুন ২০২৫) কাউখালী বাজার বর্জনের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী চার সংগঠন।
আজ শনিবার (১৪ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো হিল উইমেন্স ফেডারেশন কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক একা চাকমার সই করা বিবৃতিতে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ), গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ কাউখালী শাখা বাজার বর্জনের কর্মসূচির ডাক দেয়।
বিবৃতিতে বলা হয়েছে, গত ১২ জুন কল্পনা চাকমা অপহরণের দিবসে চিহ্নিত অপহরণকারীদ্রর সাজার দাবিতে হিল উইমেন্স ফেডারেশনের আয়োজিত নারী সমাবেশে অংশগ্রহণ শেষে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রামে যাওয়ার পথে ‘সেটেলার সন্ত্রাসী’ কর্তৃক ইউল্যাবের শিক্ষক অলিউর সান, বিপ্লবী ছাত্রমৈত্রীর ঢাবি শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা ও অ্য্যাক্টিভিস্ট ও অধিকার কর্মী মারজিয়া প্রভা’র ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার বিকেলে কাউখালী ডাবুয়া এলাকায় উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ কাউখালী শাখা এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এসময় সমাবেশে থেকে হামলার প্রতিবাদে ও হামলায় জড়িত সেটলার সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেফতারের দাবিতে আগামী সোমবার (১৬ জুন ২০২৫) একদিনের জন্য কাউখালি বাজার বর্জনের কর্মসূচি ঘোষণা দেয়া হয়।
গত ১২ জুন রাঙামাটির কাউখালীতে হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহরণ দিবসে আয়োজিত নারী সমাবেশ থেকে ফেরার পথে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য মার্জিয়া প্রভা, অ্যাক্টিভিস্ট, লেখক ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস-এর শিক্ষক অলিউর সান এবং বিপ্লবী ছাত্রমৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশাকে বেতছড়ি এলাকায় আটকিয়ে হামলার অভিযোগ উঠে।