আজ বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) দুপুরে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ১১কিলো এলাকায় এ আটকের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- ইউপিডিএফ সদস্য সুবল চাকমা (চোগা), পিতা- জ্ঞানময় চাকমা, গ্রাম- মগবান, রূপকারী ইউনিয়ন, বাঘাইছড়ি ও গ্রামবাসী বিন্দুময় চাকমা, পিতা- মৃত প্রিয় মোহন চাকমা, গ্রাম- বাজেপাতাছড়া, কবাখালী ইউপি, দীঘিনালা, খাগড়াছড়ি।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার সময় ইউপিডিএফ সদস্য সুবল চাকমা সাংগঠনিক কাজে মারিশ্যা ১১ কিলো এলাকায় যান। তিনি সেখানকার দোকানে বসে চা-নাস্তা করার সময় দুইটিলা সেনা ক্যাম্প থেকে একদল সেনা সদস্য যাত্রীবাহী গাড়িতে করে এসে সুবল চাকমাকে আটক করে। একই সময় সেনারা ওই দোকানে থাকা বিন্দু ময় চাকমাকেও আটক করে। পরে তাদের দু’জনকে দুইটিলা সেনা ক্যাম্পে নিয়ে যায়।