1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গুইমারা কলেজিয়েট স্কুলে শিক্ষক জসিমের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগ! সন্তু গ্রুপের হামলায় কর্মী খুনের নিন্দা খাগড়াছড়ির পানছড়িতে খুকু চাকমা হত্যার ঘটনায় গণতান্ত্রিক যুব ফোরামের নিন্দা পানছড়ি লোগাং উচ্চ বিদ্যালয়ের হোস্টেলে জেএসএস (সন্তু) সশস্ত্র সন্ত্রাসীরা দখল করে অবস্থান নিয়েছে, শিক্ষা কার্যক্রম ব্যাহত। বন সংরক্ষণ আইন অপব্যবহার: পাহাড়িদেরকে দমনের কৌশল বদলে গেছে। ৪ জন নিহতের ঘটনা গুজব: ইউপিডিএফ দীঘিনালায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলিতে ৪ ইউপিডিএফ সদস্য নিহত হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা দীঘিনালায় জেএসএস-ইউপিডিএফ গোলাগুলি ও নিহতের খবর ভুয়া! সেনা নির্ভরতায় জেএসএস সন্তু লারমার নেতৃত্বে ‘আন্দোলন’ কি প্রশ্নের মুখে। ধনপাদা -নাড়াইছড়িতে সেনাবাহিনী ভয়ে ইঞ্জিনচালিত নৌকাগুলো চলাচল বন্ধ

বান্দরবানে সেনাবাহিনী কর্তৃক ৯ নিরীহ গ্রামবাসীকে আটকের অভিযোগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

বান্দরবানে সেনাবাহিনী কর্তৃক ৯ নিরীহ গ্রামবাসীকে আটকের অভিযোগ

বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের পুনর্বাসন পাড়া এবং লামা ও আলীকদম থেকে সত্তর বছর বয়সের এক বৃদ্ধসহ অন্তত ৯ জন নিরীহ গ্রামবাসীকে সেনাবাহিনী আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার (২০ জুন ২০২৫) ভোরে এ আটকের ঘটনা ঘটে।

আটককৃতদের মধ্যে টংকাবতী ইউনিয়নের পুনর্বাসন চাকমা ও ত্রিপুরা পাড়া থেকে ৫ জন এবং লামা ও আলীকদম থেকে ৪ জন রয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, আজ ভোর সাড়ে চারটার দিকে আলীকদম সেনা জোন থেকে সেনাবাহিনীর একটি দল টংকাবতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পুনর্বাসন চাকমা পাড়া ও ত্রিপুরা পাড়ায় গিয়ে গ্রামের কার্বারিসহ ১৭ জন গ্রামবাসীকে ধরে নিয়ে যায়। পরে হয়রানিমূলক জিজ্ঞাসাবাদের পর সেনারা পথিমধ্যে ১২ জনকে ছেড়ে দিয়ে বাকী ৫ জনকে আটক করে আলীকদম সেনা জোনে নিয়ে যায়।

আটক ৫ জন হলেন- ১. গ্রামের কার্বারি আনন্দ মোহন চাকমা (৬৭), পিতা: তুক্ষে চাকমা; ২. কল্প রঞ্জন চাকমা (৪৫), পিতা: ধন চন্দ্র চাকমা; ৩. জ্যোতি বিকাশ চাকমা (৩৮), পিতা: ধন চন্দ্র চাকমা; ৪. শান্তি চাকমা (৩৭), পিতা: সুন্দর মনি চাকমা ও ৫. তরুণীসেন চাকমা ওরফে সাথোয়াই (৫০), পিতা: কেগেরা চাকমা।

আর হয়রানির পর যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তারা হলেন- ১. বিজয় হংস চাকমা (৫৬), পিতা-রামধন চাকমা; ২. প্রেম রঞ্জন চাকমা (৪৩), পিতা-সুন্দর মনি চাকমা; ৩. রতন কেতু চাকমা (৪৩), পিতা-উপেন্দ্র চাকমা; ৪. ইমন চাকমা (২২), পিতা-ধনকুমার চাকমা; ৫. রূপায়ন চাকমা (১৫), পিতা-তরুণীসেন চাকমা; ৬. শান্তিময় চাকমা (২৯), পিতা-ফকিরা চাকমা; ৭. বরুণ চাকমা (৩৮), পিতা-দিবাকর চাকমা; ৮. চন্দ্র চাকমা (৪২), পিতা-অক্ষজয় চাকমা; ৯. সিদ্ধার্থ চাকমা (২৮), পিতা-অক্ষজয় চাকমা; ১০. অমরজিত চাকমা (৩৩), পিতা-লাম্বা হুলো চাকমা; ১১. শান্তি ত্রিপুরা (৪০), পিতা-জ্যোতি ত্রিপুরা ও ১২. জয় ত্রিপুরা (২২), পিতা-জহন ত্রিপুরা।

অপরদিকে, আলীকদম ও লামা থেকে আরও ৪ গ্রামবাসীকে ধরে নিয়ে এসে আলীকদম সেনা জোনে আটক রাখার খবর পাওয়া গেছে। তবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।

সব মিলিয়ে বর্তমানে ৯ গ্রামবাসী আলীকদম সেনাজোনে আটক রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

সেনাজোনে সাংবাদিক ডেকে গাদা বন্দুক গুজে দিয়ে আটককৃতদের ছবি তেলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

কী কারণে সেনাবাহিনী এসব নিরীহ গ্রামবাসীদের আটক করেছে তা জানা যায়নি।

সেনাবাহিনীর এমন ধরপাকড়ের ঘটনায় এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট