সন্তু লারমা সশস্ত্র ক্যাডাররা মাদক-চোরাচালান সিন্ডিকেটের ভাঙন, দখলমুক্তির পথে এলাকা...
নাড়েইছড়ি, পার্বত্য চট্টগ্রাম:
নাড়েইছড়িতে দীর্ঘদিন ধরে ত্রাস ছড়ানো নোনাহাজির (সন্তু লারমা) নেতৃত্বাধীন সশস্ত্র ক্যাডারদের দল এখন পিছু হটছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, নাড়েইছড়ি এলাকাটি এখন ধীরে ধীরে এই বাহিনীর নিয়ন্ত্রণমুক্ত হতে শুরু করেছে।
গোপন গোয়েন্দা তথ্য বলছে, নাড়েইছড়িতে এখনও সন্তু লারমার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সক্রিয় রয়েছে, যারা ইতিমধ্যে ত্রিপুরা রাজ্য ও মিজোরামে পালিয়ে গিয়ে সেখান থেকে মাদকদ্রব্য, চোরাচালান ও গবাদিপশু চুরির অপকর্ম পরিচালনা করে আসছিল।
বর্তমানে চারদিক থেকে কড়া ঘেরাও ও নজরদারির ফলে তাদের পালানোর পথ প্রায় বন্ধ হয়ে গেছে। “অঞ্চলের তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল এই মাদক চক্র। তাই কঠোর পদক্ষেপ ছাড়া বিকল্প ছিল না।”
এদিকে স্থানীয় সূত্রের দাবি, যদি এই জাতিবিরোধী, সমাজবিরোধী বাহিনী সংঘাত বন্ধ না করে, তবে তাদের আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে।
সাম্প্রতিক অভিযানের ফলে জেএসএস সন্তুপন্থী বাহিনীর ফ্রন্ট লাইনে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। অনেকে গা-ঢাকা দিয়েছে, অনেকেই পিছু হটে গেছে। জুম্ম পক্ষে শক্ত অবস্থান তৈরি হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী ও সুধী মহলের অভিমত, মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে এই অভিযানকে অব্যাহত রাখতে হবে। “মাদককে না বলুন”— এই শ্লোগান এখন নাড়েইছড়ির প্রতিটি ঘরে ঘরে।
অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছে, এই দুষ্টচক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা অব্যাহত থাকবে।