রাঙামাটির কাউখালি উপজেলার ঘাগড়া ইউনিয়নের কোজইছড়ি মোন পাহাড়ে সেনাবাহিনী ও সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস গ্রুপ ভোররাতে যৌথ অভিযান চালায় (২৪ জুন ২০২৫)।
অভিযানে এলোপাতাড়ি গুলিবর্ষণে ৪৫ বছর বয়সী এক জুমচাষী টয়লেটে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন।
এছাড়া ফুরমোন এলাকার উত্তর মোনপাড়া গ্রাম থেকে সেনারা তিন গ্রামবাসী—মনসুখ চাকমা (৫০), সিন্ধু মনি চাকমা (২৩) ও অন্তর চাকমা (১৯)—কে আটক করে স্কুলঘরে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানে সেনাবাহিনীর সঙ্গে সন্তু গ্রুপের ১৭ জনের একটি সশস্ত্র দলও ছিল, যাদের সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক পার হয়ে আমছড়ির দিকে যেতে দেখা গেছে।
স্থানীয়দের দাবি, এলাকাবাসীর মধ্যে ভয়ভীতি ছড়ানো ও প্রতিবাদ দমাতেই এই যৌথ তাণ্ডব চালানো হয়েছে।