খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন তৈমাথাই পাড়ায় এক ব্যক্তির বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি ও বাড়ির বেড়া ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার (২৫ জুন ২০২৫) সকাল ১০টার সময় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যক্তির নাম সন্দিক কুমার ত্রিপুরা (৩২), পিতা- মৃত. কৃষ্ণ দয়াল ত্রিপুরার, ৯নং ওয়ার্ড, গুইমারা সদর ইউনিয়ন, গুইমারা উপজেলা, খাগড়াছড়ি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে মহালছড়ি সেনা জোন থেকে ৭০ থেকে ৮০ জনের একদল সেনা সদস্য মাইসছড়ি ইউনিয়নের থলি পাড়া ও পুকুর পাড় এলাকায় বিশেষ অভিযানের নমে অবস্থান করে আসছে। আজ সকাল ১০টার সময় ওই সেনা দলটি থেকে ৩০ জনের একটি দল অভিযানের নামে পার্শ্ববর্তী গুইমারা উপজেলাধীন তৈইমাথাই পাড়ায় যায়। সেখানে গিয়ে সেনারা গ্রামের বাসিন্দা সন্দিক কুমার ত্রিপুরার বাড়িতে তল্লাশি চালায়। পরে সেনারা তার বাড়ির তিনটি বেড়া ভেঙে দেয় বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।