খাগড়াছড়ির রামগড় উপজেলায় গণতান্ত্রিক যুব ফোরামের উদোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে।
আজ শুক্রবার (২৭ জুন ২০২৫) রামগড়ের বিভিন্ন স্থানে বৌদ্ধ বিহার ও দোকানের আশ-পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন জনসাধারণের চলাচলের সুবিধা করা হয়।
এই কর্মসূচিতে সংগঠনের নেতা-কর্মী ছাড়াও এলাকার যুবক-যুবতি ও নারীরা অংশগ্রহণ করেন।
এই কর্মসূচিতে যুব ফোরামের সংগঠনের নেতা-কর্মী ছাড়াও এলাকার যুবক-যুবতি ও নারীরা সক্রিয়ভাবে অংশ নেন। তারা জানান, জনগণের কল্যাণে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।