খাগড়াছড়ির রামগড় উপজেলায় গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে একটি জনসেবামূলক কর্মসূচির অংশ হিসেবে টয়লেট ঘর নির্মাণ ও একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী করা হয়।
আজ বুধবার (২ জুলাই ২০২৫) সকালে রামগড়ে এই কর্মসূচী করা হয়।
স্থানীয় দরিদ্র পরিবার ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতে এ কার্যক্রম হাতে নেয় সংগঠনটি। টয়লেট ঘরটি এমন একটি পরিবারকে দেওয়া হয়েছে, যারা দীর্ঘদিন ধরে স্যানিটেশন সুবিধাবঞ্চিত ছিল।
অন্যদিকে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে সহায়তা করে। যুব ফোরামের সদস্যরা স্বেচ্ছাশ্রমে বিদ্যালয়ের আঙিনা, শ্রেণিকক্ষ ও শৌচাগার পরিষ্কার করেন।
গণতান্ত্রিক যুব ফোরামের নেতৃবৃন্দ জানান, তাদের সংগঠন শুধু রাজনৈতিক সচেতনতাই নয়, সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমেও জনগণের পাশে থাকতে চায়।
এ ধরনের উদ্যোগে স্থানীয় জনগণ ও শিক্ষক-শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং যুব ফোরামের এ কার্যক্রমকে ধন্যবাদ জানান।