খাগড়াছড়ির গুইমারা উপজেলার ডাক্তার টিলা এলাকায় এক মারমা তরুণীকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক বড়ুয়া বাঙালি ব্যক্তির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৫) বিকাল ৪টার দিকে অভিযুক্ত ভিতু বড়ুয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগে জানা গেছে, ভুক্তভোগী তরুণী অভিযুক্ত ব্যক্তির সন্তানকে গৃহশিক্ষক হিসেবে পড়াতেন। সেই আস্থার সুযোগ নিয়ে ভিতু বড়ুয়া তাকে একা পেয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন।
ঘটনার পর তরুণীর পরিবার বিষয়টি স্থানীয়ভাবে জানালে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে ধর্ষণ শেষ্টাকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে যানা যায়।