1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

সাজেকে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক ছয় ব্যক্তিকে অপহরণ ও ২ ব্যক্তিকে শারীরিক নির্যাতন!

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

সাজেকে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক ছয় ব্যক্তিকে অপহরণ ও ২ ব্যক্তিকে শারীরিক নির্যাতন!

সন্ত্রাসীরা অপহৃতদের মুক্তির বিনিময়ে ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে বলে জানা গেছে।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দুর্গম রাঙ্গাপানি ছড়া গ্রাম থেকে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক পৃথক পৃথক ঘটনায় ছয় ব্যক্তিকে অপহরণ এবং ২ ব্যক্তিকে শারীরিক নির্যাতন ও মোটা অংকের টাকা দিতে বাধ্য করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

অপহরণের ঘটনাটি গত ১ জুলাই ২০২৫ ঘটেছে বলে বিলম্বে পাওয়া খবরে জানা গেছে। বিক্রম চাকমার নেতৃত্বে সন্তু গ্রুপের ২৫ জনের একদল সন্ত্রাসী এ অপহরণ ঘটনাটি সংঘটিত করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

অপহৃত ব্যক্তিরা হলেন- ১. ধনমুনি চাকমা (১৯), পিতা- মঞ্জুগুলো চাকমা, ২. সুকেশ চাকমা (২২), পিতা- অজ্ঞাত, ৩. লক্ষী শান্তি চাকমা (৩৫), পিতা- বোবা চাকমা, ৪. ভাঙ্গাহাদা চাকমা(৩৫) পিতা অজ্ঞাত, ৫. শন বিকাশ চাকমা (৩৬), পিতা- পুনং চান চাকমা ও ৬. হুল্ল্যা চাকমা (২২), পিতা- আদিয়্যা চাকমা। তারা সবাই রাঙ্গাপানি ছড়া গ্রামের বাসিন্দা।

এ অপহরণ ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও অপহৃতদের এখনো মুক্তি দেওয়া হয়নি। তাদের কাছ থেকে ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

অপরদিকে আজ ১০ জুলাই ও এর আগে গত ৭ জুলাই একই গ্রাম থেকে দুই ব্যক্তিকে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা শারীরিক নির্যাতন করে।

নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন- নিগিরি চাকমা (৫০), পিতা- মৃত শশী কুমার চাকমা ও মঞ্জুগুলো চাকমা (৬০), পিতা-মৃত নাগজ্জ্যা চাকমা।

সন্ত্রাসীরা তাদের দুজনের প্রত্যেকের কাছ থেকে ৬০ হাজার টাকা করে আদায় করেছে বলে জানা গেছে।

এদিকে, সন্তু গ্রুপের সশস্ত্র কমান্ডার বরুন চাকমা রাঙ্গাপানি ছড়া মুরব্বীদের ডেকে অপহৃত ছয় ব্যক্তির মুক্তির বিনিময়ে ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে খবর পাওয়া গেছে।

সন্তু গ্রুপের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন এবং অবিলম্বে অপহৃত ব্যক্তিদের নিঃশর্তে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট