মাটিরাঙ্গায় ইউপিডিএফ ও গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার একটি প্রত্যন্ত এলাকা তবলছড়ি ইউনিয়নে ডাকবাংলা বড়গ্রামে স্থানীয় জনসাধারণের তৈইলাফাং ছড়া চলাচলের সুবিধার্থে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)ও গণতান্ত্রিক যুব ফোরামের (ডিওয়াইএফ) উদ্যোগে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে।
আজ শনিবার (১২ জুলাই ২০২৫) সকাল ১০টায় সাঁকোটি স্থানীয়দের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
স্থানীয়রা জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকাটিতে কোনো সাঁকো না থাকায় বিশেষ করে বর্ষা মৌসুমে নদী ও ছড়া পারাপারে চরম ভোগান্তির শিকার হতো জনসাধারণ। ছোট-বড় সবার জন্যই ছিল এটি এক দুঃসহ দুর্ভোগ। এই পরিস্থিতিতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সাঁকো নির্মাণের সিদ্ধান্ত নেয় ইউপিডিএফ ও ডিওয়াইএফ।
সাঁকো নির্মাণ কার্যক্রমে ইউপিডিএফ ও ডিওয়াইএফ নেতা কর্মীদের পাশাপাশি স্থানীয় যুবক ও ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তারা একযোগে কাজ করে একদিনেই সাঁকোটি নির্মাণ সম্পন্ন করা হয়।
ইউপিডিএফ-এর মাটিরাঙ্গা ইউনিটের সমন্বয়ক মাইকেল জানান, “আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। এই সাঁকো নির্মাণ সেই প্রয়াসেরই একটি প্রতিফলন।
স্থানীয়রা ইউপিডিএফ ও ডিওয়াইএফ-এর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনসেবা মূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।