রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের জামপাড়া গ্রামে জেএসএস (সন্তু) গ্রুপের সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে একজন কার্বারিসহ দুই গ্রামবাসীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার, ১১ জুলাই ২০২৫।
ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন জামপাড়া গ্রামের কার্বারি অলেন্দ্র ত্রিপুরা (৪৯) এবং একই গ্রামের বাসিন্দা ফলেন ত্রিপুরা (৪৫)। স্থানীয়রা জানান, ৯ জুলাই সন্ধ্যায় সন্তু গ্রুপের একটি সশস্ত্র দল জামপাড়া গ্রামে এসে অবস্থান নেয়। পরদিন তারা হাইস্যা পাড়ায় স্থান পরিবর্তন করে। তবে শুক্রবার সকালে ওই গ্রামে ফেরত এসে তারা স্থানীয় কার্বারিকে তাদের জন্য খাদ্য সরবরাহের নির্দেশ দেয়।
নির্দেশ অনুযায়ী, কার্বারি অলেন্দ্র ত্রিপুরা গ্রামবাসীর কাছ থেকে প্রতি ঘর থেকে ১ কেজি চাল এবং একটি শুকর সংগ্রহ করে সন্ত্রাসীদের হাতে তুলে দেন।
তবে তা সত্ত্বেও সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে কার্বারি অলেন্দ্র ত্রিপুরা ও গ্রামবাসী ফলেন ত্রিপুরাকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া, জানা গেছে যে, কাজের উদ্দেশ্যে বাইরে থাকা কার্বারির ছোট ভাই দলেন্দ্র ত্রিপুরা (৪৫)-কে আজ (১২ জুলাই) সশস্ত্র দলটির সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন পার করছেন। স্থানীয়দের অভিযোগ, জেএসএস (সন্তু) গ্রুপ নিয়মিতভাবে খাদ্য ও অর্থ আদায়ের নামে সাধারণ মানুষকে হয়রানি ও নির্যাতন করছে।
জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীদের এমন অন্যায় কর্মকাণ্ডে এলাকার জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে।