খাগড়াছড়ির ভাইবোনছড়ায় সেটলার বাঙালি কর্তৃক ৮ম শ্রেণির এক পাহাড়ি স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে এবং চট্টগ্রাম কারাগারে বিনা বিচারে ভান লাল রোয়াল বমের মৃত্যুর প্রতিবাদে ও আটককৃত বমদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানিকছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), মানিকছড়ি উপজেলা শাখা।
আজ শুক্রবার (১৮ জুলাই ২০২৫) সকাল ১১:৩০টায় মানিকছড়ি উপজেলা সদরের ধর্মঘর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক হয়ে উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে পূনরায় ধর্মঘরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, পিসিপি’র কেন্দ্রীয় সদস্য অংহ্লাচিং মারমা, খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের মানিকছড়ি উপজেলা শাখার সদস্য মনিকা চাকমা ও পিসিপি’র মানেকছড়ি উপজেলা শাখার সদস্য আনু মারমা। সমাবেশে সঞ্চালনা করেন সাজাইংহ্লা মারমা।
সমাবেশে বক্তারা বলেন, খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ৮ম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা নতুন নতুন নয়। পার্বত্য চট্টগ্রামে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। কিন্তু কোনো ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি। এর আগে বান্দরবানে চিংমা খেয়াংকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় আজও ন্যায়বিচার মেলেনি।
তারা আরো বলেন, সমতলে ধর্ষণের ঘটনার কিছুটা হলেও বিচার ও দোষীদের সাজা দেওয়া হয়। কিন্তু পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারী ধর্ষণের ঘটনাগুলোর কোন বিচার হয় না, বরং প্রায়ই ঘটনা ধামাচাপ দিয়ে রাখা হয়।
তারা চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পরও পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে খুন, ধর্ষণ, নিপীড়ন-নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নারীসহ দেশের জনগণের নিরাপত্তা দিতে সম্পুর্ণ ব্যর্থ। আমরা এ সরকারের কাছ থেকে আর ভালো কিছু আশা করতে পারছি না।