খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মনাডং পাড়া এলাকায় আজ সকালে সেনাবাহিনীর গুলিতে এক পাহাড়ি যুবক প্রাণে বেঁচে গেলেও তীব্র আতঙ্কে রয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী যুবকের নাম চাইহ্লাউ মার্মা (৩০), পিতা আপ্প্যেয়া মারমা, গ্রাম উত্তর হাফছড়ি, গুইমারা উপজেলা, খাগড়াছড়ি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টার দিকে তিনি কাজের উদ্দেশ্যে মনাডং পাড়া এলাকায় গেলে আগে থেকে ওঁত পেতে থাকা মানিকছড়ি সাবজোনের সেনা সদস্যরা তাকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি বর্ষণ করে। সৌভাগ্যবশত তিনি গুলির মুখ থেকে কোনোমতে পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনার পর থেকে এলাকাজুড়ে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসীরা সেনাবাহিনীর এমন আচরণকে ‘ন্যাক্কারজনক ও অমানবিক’ বলে আখ্যায়িত করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন।