খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ১ নম্বর তাইন্দং ইউনিয়নের বগা পাড়ায় গত রবিবার (২০ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে হঠাৎ করে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যদের ব্যালেন্ড ফায়ারে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবির একটি দল রাতের অন্ধকারে পাহাড়ি এলাকায় প্রবেশ করে একটি নির্দিষ্ট বসতবাড়ির সামনে গিয়ে বিনা প্ররোচনায় ব্যালেন্ড ফায়ার চালায়। এ সময় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও, গুলির শব্দে ঘুম ভেঙে যায় পুরো এলাকার।
প্রত্যক্ষদর্শীরা জানান, “বিজিবির সদস্যরা কোনো ধরনের ঘোষণা ছাড়াই গুলি ছুড়ে চলে যায়।” এই আচমকা হামলা স্বাভাবিক জনজীবনে ভয়াবহ প্রভাব ফেলে, যা শিশু-বৃদ্ধসহ সবাইকে আতঙ্কিত করে তোলে।
একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিনা কারণেই বারবার এভাবে গুলি ছোঁড়া হয়। আমাদের কেউ নিরাপদ নয়।”
এদিকে স্থানীয়রা বিজিবির এই আচরণকে “অনাকাঙ্ক্ষিত ও উদ্দেশ্যমূলক আতঙ্ক সৃষ্টিমূলক” বলে অভিহিত করেছেন। তারা প্রশ্ন তুলেছেন—পাহাড়িদের ওপর এমন আচরণের পেছনে আদৌ কোনো যৌক্তিকতা আছে কি না।