দীঘিনালা উপজেলায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি ও নিহত হওয়ার যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া বলে স্থানীয় সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। স্থানীয়রা এসব ভুয়া সংবাদের প্রতি সতর্ক থাকার এবং যাচাই না করে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।