প্রেস বিজ্ঞপ্তি:খাগড়াছড়ির পানছড়ির চেঙ্গী ইউনিয়নে জনসংহতি সমিতির সন্তু গ্রুপের সশস্ত্র বাহিনীর হামলায় খুকু চাকমা (৪১) নামে গণতান্ত্রিক যুব ফোরামের এক সদস্যকে খুনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা।
রবিবার (২৭ জুলাই ২০২৫) সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। তিনি বলেন, আজ রবিবার বিকেল ৩টার দিকে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য খুকু চাকমা পানছড়ি উপজেলার ২ নং চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে বন্ধুর সাথে দেখা করতে গেলে পিকলু চাকমার নেতৃত্বে জেএসএস সন্তু গ্রুপের ২০ জনের একটি সশস্ত্র দল তার ওপর গুলি বর্ষণ করে।
এতে পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে সন্ত্রাসীরা তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে একেবারে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করে চলে যায়। খুকু চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলার কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিস্টান পাড়া, তার পিতার নাম মৃত ভাধ্যধন চাকমা ও মাতার নাম মৃত পত্যেনদরী চাকমা বলে তিনি উল্লেখ করেন।
জিকো ত্রিপুরা এ খুনের জন্য সন্ত্রাসীদের আত্মস্বীকৃত গডফাদার জেএসএস সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমাকে দায়ি করে বলেন, পার্বত্য চট্টগ্রামকে অশান্ত ও পাহাড়িদের ন্যায়সঙ্গত আন্দোলন নস্যাৎ করতে গত ২৭ বছর ধরে তাকে সমর্থন দিয়ে বিনা নির্বাচনে আঞ্চলিক পরিষদের গদিতে বসিয়ে রেখেছে।
তিনি অবিলম্বে খুকু চাকমার খুনীদের গ্রেফতার ও পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে আঞ্চলিক পরিষদ থেকে সন্তু লারমাকে অপসারণের দাবি জানান। গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শ্যামল চাকমার প্রেরিত এক বার্তায় নিশ্চিত করেন।