খাগড়াছড়ির গুইমারা কলেজিয়েট স্কুলের শিক্ষক জসিমের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে দীর্ঘদিন ধরে অশালীন ও যৌন হয়রানিমূলক আচরণ করার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ছাত্রীরা জানিয়েছেন, শিক্ষক জসিম নানা সময় ক্লাসরুম ও বিদ্যালয়ের বিভিন্ন জায়গায় আপত্তিকর ভাষা ব্যবহারসহ দেহে স্পর্শ করার মতো আচরণ করেছেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজিয়েট স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রতিবাদে ফেটে পড়ে। তারা আজ (তারিখ উল্লেখযোগ্য) সকালে স্কুল চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে বরখাস্ত করে সুষ্ঠু তদন্ত ও শাস্তির আওতায় আনতে হবে।
এদিকে স্থানীয় এলাকাবাসীর একাংশও শিক্ষার্থীদের এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি না আসায় ক্ষোভ বাড়ছে অভিভাবকদের মধ্যেও।
প্রসঙ্গত, এ ধরনের গুরুতর অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন এবং শিক্ষা বিভাগের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
দাবি উঠেছে:
অভিযুক্ত শিক্ষক জসিমকে সাময়িক বরখাস্ত করা হোক
নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক
ভুক্তভোগী ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক
বিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি সক্রিয় করা হোক