1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন

ত্রিপুরায় জেএসএস (সন্তু) সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণবিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৪১৭ বার পড়া হয়েছে

ত্রিপুরায় জেএসএস (সন্তু) সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণবিক্ষোভ

ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার অমরপুর, নতুন বাজার, করবুক ও শিলাছড়ি এলাকায় জেএসএস (সন্তু) সন্ত্রাসবাদের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে জনতা। আজ সকাল থেকেই শত শত নারী-পুরুষ রাজপথে নেমে আসে। তাদের হাতে ছিল নানা প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার—সবই সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস-এর সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকাগুলোতে জেএসএস সন্তুপন্থী চক্রের সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্র চালনার কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গোপন ক্যাম্প ও চলাফেরার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতিও ক্রমেই অবনতির দিকে। আজকের এই গণপ্রতিরোধ মূলত সেই দীর্ঘ নিপীড়নেরই স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ।

বিক্ষোভ শেষে একটি স্মারকলিপি অমরপুর মহকুমা শাসক (SDM) এবং গোমতী জেলা প্রশাসকের (DM) বরাবরে প্রদান করা হয়। স্মারকলিপিতে জেএসএস সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ, সীমান্ত এলাকায় কঠোর নজরদারি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এ প্রসঙ্গে প্রশাসনের এক কর্মকর্তা জানান, “জনগণের উদ্বেগ ও দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনতার এমন স্বতঃস্ফূর্ত বিক্ষোভ প্রশাসনের পাশাপাশি রাজনীতির মহলেও আলোড়ন তুলেছে। এখন প্রশ্ন উঠছে—ত্রিপুরায় দিন দিন যেভাবে জনরোষ বাড়ছে, তাতে জেএসএস সন্তুপন্থীদের জন্য আদৌ কোনো পালানোর পথ অবশিষ্ট আছে কি?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট