খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ারে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে সেনাসৃষ্ট ‘নব্য মুখোশ বাহিনী’ ব্রাশফায়ার চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে আজ ৫ আগস্ট সকালে, ইউপিডিএফ ঘোষিত ‘স্বৈরাচার পতনের এক বছর পূর্তি’ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে। চেঙ্গী স্কোয়ারে সমাবেশস্থলে যাওয়ার সময় মিছিলের ওপর হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
অন্যদিকে, মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলা থেকে সমাবেশে যোগ দিতে খাগড়াছড়ি আসা গাড়িবহরকে জিরো মাইল এলাকায় আটকানো হয়। গাড়িচালকদের জানানো হয়, সমাবেশে অংশ না নেওয়ার শর্তে তাদের ফিরিয়ে দেওয়া হবে। ফলে বহু লোক সমাবেশে অংশ নিতে পারেননি।
এ ঘটনার প্রতিবাদে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি জোড়া ব্রিজ এলাকায় স্থানীয় জনগণ বিক্ষোভ প্রদর্শন করেন। তারা খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা মহাসড়ক গাড়ির টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।
বিক্ষুব্ধ স্থানীয়দের দাবি, বারবার জনগণের গণতান্ত্রিক অধিকার রুদ্ধ করতে রাষ্ট্রীয় বাহিনী ও তাদের মদদপুষ্ট গোষ্ঠী হামলা চালাচ্ছে, যা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়।