1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বাড়ি পুড়ে ছাই ছাত্রলীগ ও জুলাই গণঅভ্যুত্থান হেমার অবস্থান রামগড়ে সেনা অভিযানের নামে দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ ডাকসু নির্বাচন স্থগিত: হাইকোর্ট রামগড়ে সমাবেশ থেকে ফেরার পথে সেনাসৃষ্ট ঠ্যাঙারে বাহিনীর হাতে এক পাহাড়ি অপহৃত পাহাড়ে যৌথ বাহিনীর হয়রানি মুলক অভিযানের বিরুদ্ধে সাজেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, সেনাবাহিনীর বাধা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)চবি শাখা নিখোঁজ সংবাদ গুইমারায় সেনা দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ দীঘিনালার উল্টাছড়িতে সেনা অভিযান: ৬ জন আটক, পরে মুক্তি; ২ বাড়িতে তল্লাশি

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র বিক্ষোভে মুখোশ বাহিনীর ব্রাশফায়ার: গুইমারায় বিক্ষোভ

রিপোর্ট :তানিমং মারমা।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র বিক্ষোভে মুখোশ বাহিনীর ব্রাশফায়ার: গুইমারায় বিক্ষোভ

খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ারে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে সেনাসৃষ্ট ‘নব্য মুখোশ বাহিনী’ ব্রাশফায়ার চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে আজ ৫ আগস্ট সকালে, ইউপিডিএফ ঘোষিত ‘স্বৈরাচার পতনের এক বছর পূর্তি’ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে। চেঙ্গী স্কোয়ারে সমাবেশস্থলে যাওয়ার সময় মিছিলের ওপর হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

অন্যদিকে, মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলা থেকে সমাবেশে যোগ দিতে খাগড়াছড়ি আসা গাড়িবহরকে জিরো মাইল এলাকায় আটকানো হয়। গাড়িচালকদের জানানো হয়, সমাবেশে অংশ না নেওয়ার শর্তে তাদের ফিরিয়ে দেওয়া হবে। ফলে বহু লোক সমাবেশে অংশ নিতে পারেননি।

এ ঘটনার প্রতিবাদে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি জোড়া ব্রিজ এলাকায় স্থানীয় জনগণ বিক্ষোভ প্রদর্শন করেন। তারা খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা মহাসড়ক  গাড়ির টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।

বিক্ষুব্ধ স্থানীয়দের দাবি, বারবার জনগণের গণতান্ত্রিক অধিকার রুদ্ধ করতে রাষ্ট্রীয় বাহিনী ও তাদের মদদপুষ্ট গোষ্ঠী হামলা চালাচ্ছে, যা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট