খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) আয়োজিত বিক্ষোভ সমাবেশে রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট সশস্ত্র ঠ্যাঙাড়ে গোষ্ঠীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির মুখপাত্র অংগ্য মারমা।
মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অংগ্য মারমা বলেন, "ফ্যাসিস্ট হাসিনা পতন দিবসে 'অবিলম্বে পূর্ণস্বায়ত্তশাসনের দাবি মেনে পার্বত্য চট্টগ্রাম সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ গ্রহণের' দাবিতে খাগড়াছি শহরের চেঙ্গী স্কোয়ারে ইউপিডিএফ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল।"
বিবৃতিতে জানানো হয়, আজ সকালে সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি মিছিল চেঙ্গী স্কোয়ারে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা সেখানে হামলা চালায়। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হন পূর্ণমুখী চাকমা (৫৩), স্বামী মৃত শরবিন্দু চাকমা, যিনি খাগড়াছড়ি সদরের পেরাছড়া এলাকার বাসিন্দা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো হস্তক্ষেপ না করে নীরব দর্শকের ভূমিকা পালন করে।
অংগ্য মারমা আরও জানান, একইদিন সকালে দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি থেকে বিক্ষোভে অংশ নিতে আসা গাড়িগুলো পথে পথে ঠ্যাঙাড়েরা বাধা দেয় এবং অনেক যাত্রীকে ফেরত পাঠিয়ে দেয়।
বিবৃতিতে তিনি বলেন, "এক বছর আগে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটলেও পাহাড়-সমতলে এখনো তার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বহাল রয়েছে। ইউপিডিএফের শান্তিপূর্ণ মিছিলে হামলা সেই শাসনেরই একটি জ্বলন্ত প্রমাণ।"
তিনি অবিলম্বে হামলাকারী অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।