খাগড়াছড়িতে আয়োজিত ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশে যোগ দিতে দীঘিনালা, মহালছড়ি,মাটিরাঙ্গা, গুইমারা ও পানছড়ি থেকে আগত জনগণকে পথে পথে বাধা দেওয়া হচ্ছে বলে একাধিক সূত্রে অভিযোগ উঠেছে।
বিশ্বস্ত স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকালে দীঘিনালায় বিএনপির একটি প্রোগ্রাম রয়েছে—এই অজুহাত দেখিয়ে রাষ্ট্রীয় মদদপুষ্ট একটি দুষ্কৃতকারী চক্র সমাবেশগামী সাধারণ জনগণকে বাধা প্রদান করছে। দীঘিনালা থেকে খাগড়াছিমুখী বিভিন্ন যানবাহন আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এছাড়াও খাগড়াছড়ি শহরের প্রবেশমুখ ‘জিরো মাইল’ এলাকায় মহালছড়ি ও গুইমারা থেকে আগত সমাবেশগামী গাড়িগুলোকে আটকে দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, এসব বাধা প্রদানে সংশ্লিষ্ট প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, যা প্রশাসনিক পক্ষপাতদুষ্টতার ইঙ্গিত দেয়।
পানছড়ি থেকে খাগড়াছড়িতে যাত্রা করা আরেকদল লোকজনকে ভাইবোনছড়া দেওয়ানপাড়া এলাকায় পথিমধ্যে গাড়ির গতি রোধ করে কিছুক্ষণ আটকে রাখা হয়। পরে বাধ্য হয়ে তাদেরকে পুনরায় পানছড়ি মুখে ফিরে যেতে হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, ৫ আগস্ট ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের’ পতনের দিবস আজ সেই উপলক্ষে আয়োজিত এই ছাত্র-জনতার সমাবেশকে বানচাল করতেই পূর্বপরিকল্পিতভাবে এসব বাধা সৃষ্টি করা হচ্ছে।
এ বিষয়ে প্রশাসনের কোনো দায়িত্বশীল কর্মকর্তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।