রাঙামাটির নান্যাচর উপজেলার রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ১৮ মাইল এলাকার ঠান্ডা বাজার থেকে সেনাবাহিনী এক ইউপিডিএফ সদস্যকে আটক করেছে বলে জানা গেছে।
আটককৃত ব্যক্তির নাম রনেল চাকমা ওরফে প্রকাশ (পিতা: শিশু কুমার চাকমা), তিনি সাবেক্ষ্যং ইউনিয়নের পশ্চিম মরাচেঙ্গী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আনুমানিক ১:৪৫ মিনিটে নান্যাচর সেনা জোন থেকে সাদা পোশাকে ৬-৭ জন সেনা সদস্য সিএনজি অটোরিকশায় করে ঠান্ডা বাজারে গিয়ে একটি দোকানে সাংগঠনিক কাজে ব্যস্ত থাকা রনেল চাকমাকে আটক করে।
আটকের সময় একই দোকানে অবস্থানরত দুই স্থানীয় বাসিন্দা—সন্তু চাকমা (৪৫), পিতা আদবুদুলি চাকমা এবং সুভাষ চাকমা (২৭), পিতা কুড়িচোগা চাকমাকেও আটক করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে ওই দুইজনকে ছেড়ে দেওয়া হয়।
রনেল চাকমাকে নান্যাচর সদরের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে থানায় হস্তান্তর করা হয়নি এবং তার বিরুদ্ধে কোনো মামলা বা ওয়ারেন্ট রয়েছে কিনা তাও জানা যায়নি।