1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বাড়ি পুড়ে ছাই ছাত্রলীগ ও জুলাই গণঅভ্যুত্থান হেমার অবস্থান রামগড়ে সেনা অভিযানের নামে দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ ডাকসু নির্বাচন স্থগিত: হাইকোর্ট রামগড়ে সমাবেশ থেকে ফেরার পথে সেনাসৃষ্ট ঠ্যাঙারে বাহিনীর হাতে এক পাহাড়ি অপহৃত পাহাড়ে যৌথ বাহিনীর হয়রানি মুলক অভিযানের বিরুদ্ধে সাজেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, সেনাবাহিনীর বাধা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)চবি শাখা নিখোঁজ সংবাদ গুইমারায় সেনা দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ দীঘিনালার উল্টাছড়িতে সেনা অভিযান: ৬ জন আটক, পরে মুক্তি; ২ বাড়িতে তল্লাশি

মাদারীপুরে দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুর: ধর্মীয় সহিষ্ণুতায় চরম আঘাত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

মাদারীপুরে দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুর: ধর্মীয় সহিষ্ণুতায় চরম আঘাত

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পর্বত বাগান এলাকার দীঘির পাড়ে অবস্থিত দুটি সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোররাতে দুর্বৃত্তরা শ্রীশ্রী গণেশ পাগলের মন্দির ও রাধাকৃষ্ণ মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে।

এলাকাবাসী জানায়, গভীর রাতে সংঘটিত এ ঘটনায় গণেশ পাগলের একটি প্রতিমা এবং রাধাকৃষ্ণের দুটি প্রতিমা ভেঙে ফেলে রাখা হয়। সকালবেলা মন্দির পরিষ্কার করতে গিয়ে প্রথমে প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পান সেবায়েতরা।

খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করে। পরে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মণ্ডল বলেন, “এটি অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক ঘটনা। যারা এই কাজ করেছে, তারা সমাজে অশান্তি সৃষ্টির পায়তারা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।”

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “ঘটনাস্থল থেকে দুটি প্রতিমা ভাঙা অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পর্বতবাগানে পাশাপাশি মোট ছয়টি মন্দির রয়েছে, যেখানে নিয়মিত পূজা-অর্চনার মাধ্যমে ধর্মীয় কার্যক্রম চলে। এমন একটি এলাকায় এ ধরনের হামলা শুধু সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নয়, গোটা সমাজে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট