মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পর্বত বাগান এলাকার দীঘির পাড়ে অবস্থিত দুটি সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোররাতে দুর্বৃত্তরা শ্রীশ্রী গণেশ পাগলের মন্দির ও রাধাকৃষ্ণ মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে।
এলাকাবাসী জানায়, গভীর রাতে সংঘটিত এ ঘটনায় গণেশ পাগলের একটি প্রতিমা এবং রাধাকৃষ্ণের দুটি প্রতিমা ভেঙে ফেলে রাখা হয়। সকালবেলা মন্দির পরিষ্কার করতে গিয়ে প্রথমে প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পান সেবায়েতরা।
খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করে। পরে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মণ্ডল বলেন, “এটি অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক ঘটনা। যারা এই কাজ করেছে, তারা সমাজে অশান্তি সৃষ্টির পায়তারা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।”
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “ঘটনাস্থল থেকে দুটি প্রতিমা ভাঙা অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পর্বতবাগানে পাশাপাশি মোট ছয়টি মন্দির রয়েছে, যেখানে নিয়মিত পূজা-অর্চনার মাধ্যমে ধর্মীয় কার্যক্রম চলে। এমন একটি এলাকায় এ ধরনের হামলা শুধু সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নয়, গোটা সমাজে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি করেছে।