পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে সাজানো নাটকের মাধ্যমে রোমানিয়া প্রবাসী রসকিত চাকমার ওপর নির্মম হামলা চালিয়েছে সেনাসৃষ্ট মুখোশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন রোমানিয়ায় অবস্থানরত রসকিত সম্প্রতি এলাকায় ফিরে এলে একটি পুরনো বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে লক্ষ্যবস্তু করা হয়।
সাজানো নাটকের অংশ হিসেবে তাকে ফাঁসিয়ে মুখোশ বাহিনীর সদস্যরা আটকে রেখে বেধড়ক মারধর করে। হামলার ফলে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এলাকাবাসী এ ঘটনাকে গভীর উদ্বেগের সঙ্গে দেখছেন এবং তারা মনে করছেন, এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসামূলক ঘটনা। স্থানীয়ভাবে রসকিত চাকমা একজন পরিচিত ও শান্তিপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে এ ধরনের হামলার পেছনে ‘মুখোশ বাহিনী’ নামক একটি গোষ্ঠীর সংশ্লিষ্টতা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে উদ্বেগ বিরাজ করছে। এলাকাবাসীর দাবী, অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হোক।