খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়পিলাক বৈষ্ণব পাড়া এলাকায় এক পাহাড়ি মোটরসাইকেল চালককে আটক করেছে সেনাবাহিনী। স্থানীয় সূত্রের দাবি, আটকের পর তার কাছে ‘অস্ত্র গুজে’ ইউপিডিএফ কর্মী হিসেবে সাজিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।
ঘটনাটি ঘটে গতকাল সোমবার (১১ আগস্ট ২০২৫) রাত ১০টার দিকে। আটক ব্যক্তির নাম কলইফা ত্রিপুরা (২৬), পিতা দয়াল ভূষণ ত্রিপুরা, গ্রাম বৈষ্ণব পাড়া, হাফছড়ি ইউনিয়ন, গুইমারা, খাগড়াছড়ি।
স্থানীয়দের বরাতে জানা যায়, সারাদিন মোটরসাইকেল ভাড়ায় চালানোর পর কলইফা ত্রিপুরা বাড়ি ফেরার পথে বড়পিলাক-বৈষ্ণব পাড়া সড়কের ডাক্তার রাবার বাগান এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা সেনা সদস্যরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তাকে মোটরসাইকেলসহ আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এ সময় সেনাদের সঙ্গে কথিত ‘ঠ্যাঙাড়ে বাহিনী’র সদস্যরাও উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে তাকে একটি আগ্নেয়াস্ত্রসহ গুইমারা থানায় হস্তান্তর করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, এই অস্ত্রটি সেনারা ‘গুজে’ দিয়েছে এবং কলইফাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে।