খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বামাগোমতি এলাকার রাজাপাড়া ও মাজন পাড়ায় সকাল থেকে বিজিবির উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকালে স্থানীয়দের তথ্যমতে, ৬০ জনের বেশি বিজিবি সদস্য গোমতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থান নিয়েছে। সকালেই তারা মাটিরাঙ্গা বর্নাল বিজিবি ক্যাম্প থেকে সেখানে আসে।
এছাড়া বিজিবি সদস্যদের স্থানীয় স্কুল ও দোকানপাটের কাছেও ঘোরাফেরা করতে দেখা গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
হঠাৎ করে বিপুল সংখ্যক বিজিবি সদস্যের উপস্থিতির কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।