1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বাড়ি পুড়ে ছাই ছাত্রলীগ ও জুলাই গণঅভ্যুত্থান হেমার অবস্থান রামগড়ে সেনা অভিযানের নামে দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ ডাকসু নির্বাচন স্থগিত: হাইকোর্ট রামগড়ে সমাবেশ থেকে ফেরার পথে সেনাসৃষ্ট ঠ্যাঙারে বাহিনীর হাতে এক পাহাড়ি অপহৃত পাহাড়ে যৌথ বাহিনীর হয়রানি মুলক অভিযানের বিরুদ্ধে সাজেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, সেনাবাহিনীর বাধা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)চবি শাখা নিখোঁজ সংবাদ গুইমারায় সেনা দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ দীঘিনালার উল্টাছড়িতে সেনা অভিযান: ৬ জন আটক, পরে মুক্তি; ২ বাড়িতে তল্লাশি

গুইমারায় যৌন হয়রানির অভিযোগকারী ছাত্রীকে আক্রমণের চেষ্টা ও হুমকি

রিপোর্ট :তানিমং মারমা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

গুইমারায় যৌন হয়রানির অভিযোগকারী ছাত্রীকে আক্রমণের চেষ্টা ও হুমকি

তদন্ত প্রতিবেদন অনিশ্চিত, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা

খাগড়াছড়ি গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগকারী এক পাহাড়ি ছাত্রীকে শারীরিকভাবে আক্রমণের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গতকাল (১৩ আগস্ট) বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে চারজন বাঙালি যুবক ওই ছাত্রীকে আক্রমণের চেষ্টা করে। কোনোভাবে রক্ষা পেলেও তারা হুমকি দেয়— “জসিমের নামে করা অভিযোগ তুলে না নিলে অপ্রীতিকর ঘটনা ঘটবে।”

এর আগে, ২৮ জুলাই ২০২৫ তারিখে কয়েকজন ছাত্রী শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। এ ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করে এবং অভিভাবকরা প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেন। পরে সেনাবাহিনীর সদস্যরা অভিযুক্ত শিক্ষককে নিরাপদে সরিয়ে নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন এবং শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। গতকাল (১৩ আগস্ট) ছিল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা, তবে তা জমা বা প্রকাশিত হয়েছে কিনা তা জানা যায়নি।

এ ঘটনার পর অভিভাবক ও শিক্ষার্থীরা নতুন করে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অভিযোগকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন।

এলাকার সচেতন মহল মনে করছে, এ ধরনের হামলা ও হুমকি প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা। তারা দ্রুত তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ ও ভুক্তভোগীদের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট