খাগড়াছড়ি শহরের শান্তিনগর এলাকায় সেনাবাহিনীর গুলিতে কংচাইঞো মারমা (৩১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সেনাবাহিনী তাঁকে “মগ পার্টির নেতা” দাবি করলেও তাঁর সদস্যপদ নিশ্চিত হওয়া যায়নি।
নিহত কংচাইঞো মারমা গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের গরিয়াছড়ি গ্রামের অংগ্যজাই মারমার ছেলে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
সেনা সূত্র জানায়, শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) সকালে শান্তিনগরে অভিযান চালানো হয়। এ সময় “গোলাগুলিতে” কংচাইঞো মারমা নিহত হন। তবে শান্তিনগরের মতো জনবসতিপূর্ণ এলাকায় সশস্ত্র মগ পার্টি সদস্যের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায়, সেনাবাহিনী কয়েকদিন আগে মগ পার্টির একটি গ্রুপকে খাগড়াছড়ি সদরে নিয়ে এসেছে। অন্যদিকে স্থানীয় এক সূত্রের দাবি, গতকাল রাত ৯টার দিকে মানিকছড়ি সাবজোন এলাকায় সেনাবাহিনীর গাড়িতে কিছু সশস্ত্র সহযোগীকে দেখা গেছে এবং সেখান থেকেই কংচাইঞোকে আটক করে খাগড়াছড়িতে আনা হতে পারে।
উল্লেখ্য, অতীতে কংচাইঞো মারমার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ ও ডাকাতির অভিযোগ ছিল। অভিযোগ রয়েছে, এসব কর্মকাণ্ডে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সহায়তা পেয়েছিলেন তিনি। সেনাবাহিনীর হাতেও এর আগে মগ পার্টির কয়েকজনকে গ্রেপ্তার হতে দেখা গেছে।