১৫ আগস্ট ২০২৫, শুক্রবার সকাল থেকে খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের ঠান্ডাছড়ি এলাকায় প্রায় ৩০-৪০ জন সেনা সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সেনা সদস্যরা জগনা পাড়া থেকে পেতুক পাড়া, মনিরাম পাড়া ও রশিধন পাড়ার দিকে অগ্রসর হচ্ছেন।
অন্যদিকে, মহালছড়ি সেনা জোন থেকেও আনুমানিক ৫০-৬০ জন সেনা সদস্য অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সামরিক কৌশল অনুযায়ী, দুই দিক থেকে সমন্বিতভাবে তল্লাশি বা বিশেষ অভিযান পরিচালনার সম্ভাবনা রয়েছে।