আমরা যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে পড়তে এসেছি, জানি— ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের জায়গা। এখানে আসার আগে আমরা স্বপ্ন দেখি, কিন্তু ভর্তি হওয়ার পর বাস্তবতায় সেই স্বপ্নের অনেকটাই ভেঙে যায়। এর বড় দায় প্রশাসনের উপর।
আবাসন, খাবার, স্বাস্থ্যসেবা, পরিবহন, গবেষণা, স্যানিটেশন, সাংস্কৃতিক ও খেলাধুলার ক্ষেত্র— সবখানেই আমরা শিক্ষার্থীরা বারবার বঞ্চিত হচ্ছি। অথচ একজন শিক্ষার্থীর মৌলিক চাহিদা পূরণ করা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। তাই আমি চাই, “শিক্ষার্থী-বান্ধব পরিবেশ” গড়ে উঠুক এবং প্রতিটি শিক্ষার্থীর মতামত প্রশাসনিক সিদ্ধান্তে প্রতিফলিত হোক।
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক চর্চার অন্যতম ক্ষেত্র। এখানে বিত্তবান বাবার সন্তান যেমন আছে, তেমনি দিনমজুর বাবার সন্তানও আছে। এখানে রয়েছে ভিন্ন ভিন্ন জাতি, ভাষা ও ধর্মের শিক্ষার্থী। সবার জন্য সমান সুযোগ ও ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান অঙ্গীকার। এবারের ডাকসু নির্বাচনে আমি চাই— বহু ভাষা, জাতি ও সংস্কৃতির অংশগ্রহণে বহুত্ববাদী বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা রাখতে।
✦ আমার অবস্থান ও কাজের অভিজ্ঞতা
জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, গণরুমে থেকে অনিয়মের প্রতিবাদ।
ধর্ষণবিরোধী আন্দোলনে কঠোর অবস্থান।
স্বাস্থ্যবিমা, নারী শিক্ষার্থীদের অধিকার ও স্লাট-শেমিং বিরোধী প্রচারণায় সম্পৃক্ততা।
বন্যাদুর্গতদের সহায়তায় নিজ উদ্যোগে ফান্ড রেইজ ও ত্রাণ বিতরণ।
স্থানীয় স্কুলের অবকাঠামো নির্মাণে সহযোগিতা।
বিশ্ববিদ্যালয়ভিত্তিক সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন গণমাধ্যমে প্রতিনিধিত্ব।
আন্তর্জাতিক প্রজেক্টে চ্যাম্পিয়ন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব।
ইউনিসেফ, ইউনেস্কো, মালালা ফান্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ এবং নীতিনির্ধারণী সংলাপে অংশগ্রহণ।
এই অভিজ্ঞতাগুলো আমাকে গড়ে তুলেছে একজন দায়িত্বশীল, সাহসী ও যোগ্য প্রতিনিধি হিসেবে।
✦ আমার প্রতিশ্রুতি
ন্যায্য ও যৌক্তিক অধিকারের প্রশ্নে আপোষহীন থাকব।
শিক্ষার্থীদের স্বার্থে প্রশাসনের কাছে সবসময় বোল্ড অবস্থান তুলে ধরব।
জয়ী হই বা না হই, শিক্ষার্থীদের প্রশ্নে আমার কণ্ঠস্বর সবসময় জারি থাকবে।
বন্ধুরা, আপনাদের প্রতিটি মতামত আমার কাছে অমূল্য। দয়া করে আপনাদের সমস্যা ও প্রস্তাবগুলো জানান। আমি খুব শিগগিরই আমার পূর্ণাঙ্গ নির্বাচনি ইশতেহার প্রকাশ করব।
সবার সহযোগিতা, সমর্থন ও দোয়া প্রার্থী।
হেমা চাকমা
৪র্থ বর্ষ, সেশন: ২০২০–২১
স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট
শামসুন নাহার হল
ঢাকা বিশ্ববিদ্যালয়