খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রত্যন্ত এলাকায় এক কৃষকের জমিতে ধানের চারা রোপণে সহায়তা করেছে গণতান্ত্রিক যুব ফোরাম।
শনিবার (১৬ আগস্ট ২০২৫) সংগঠনের উপজেলা শাখার নেতা-কর্মীরা স্থানীয় যুবক-যুবতিদের সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমে প্রায় আড়াই কানি জমিতে ধানের চারা রোপণ করেন। এর আগে গত ২৭ জুলাইও তারা একই ধরনের সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে।
গণতান্ত্রিক যুব ফোরামের স্থানীয় নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি তারা এলাকায় সামাজিক সচেতনতা ও জনসেবামূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। কৃষকের পাশে দাঁড়িয়ে ধানের চারা রোপণে সহায়তা করা তারই ধারাবাহিক অংশ।