1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বাড়ি পুড়ে ছাই ছাত্রলীগ ও জুলাই গণঅভ্যুত্থান হেমার অবস্থান রামগড়ে সেনা অভিযানের নামে দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ ডাকসু নির্বাচন স্থগিত: হাইকোর্ট রামগড়ে সমাবেশ থেকে ফেরার পথে সেনাসৃষ্ট ঠ্যাঙারে বাহিনীর হাতে এক পাহাড়ি অপহৃত পাহাড়ে যৌথ বাহিনীর হয়রানি মুলক অভিযানের বিরুদ্ধে সাজেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, সেনাবাহিনীর বাধা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)চবি শাখা নিখোঁজ সংবাদ গুইমারায় সেনা দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ দীঘিনালার উল্টাছড়িতে সেনা অভিযান: ৬ জন আটক, পরে মুক্তি; ২ বাড়িতে তল্লাশি

ডাকসু নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

ডাকসু নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা আজ বিকেল ৪টায় শেষ হচ্ছে। সোমবার শেষ দিনে উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন।

ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এক ব্রিফিংয়ে জানান, রোববার বিকেল পর্যন্ত মোট ১২৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ১৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২ জন, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ৫ জন, ১২টি সম্পাদকীয় পদে ৪৪ জন এবং সদস্য পদে ৫৫ জন মনোনয়ন নিয়েছেন। এছাড়া ১২টি হল সংসদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন ১০৮ জন।

এদিকে নির্বাচন কমিশনের ধারণা, শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহকারীর সংখ্যা ৩০০ ছাড়িয়ে যেতে পারে, কেননা বড় রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর শীর্ষ নেতারা এখনো মনোনয়নপত্র নেননি।

রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থীও এবার প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন। এদিকে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামি ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, বামজোটসহ বিভিন্ন সংগঠন তাদের প্যানেল চূড়ান্ত করার প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে।

সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, ছাত্রদলের প্যানেলে ভিপি পদে আবিদুল ইসলাম খান ও জিএস পদে শেখ তানভীর বারী হামিমের নাম আলোচনায় রয়েছে। শিবিরের প্যানেলে ভিপি পদে মো. আবু সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খানের নাম প্রাধান্য পাচ্ছে।

গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেলে ভিপি পদে আব্দুল কাদের, জিএস পদে আবু বাকের মজুমদার ও এজিএস পদে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীর নাম আলোচিত।

অন্যদিকে বামজোটের প্যানেলে ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক মোজাম্মেল হক ও বিপ্লবী ছাত্রমৈত্রীর জাবির আহমেদ জুবেল শীর্ষ তিন পদে লড়তে পারেন। ছাত্র অধিকার পরিষদের প্যানেলে ভিপি পদে বিন ইয়ামিন মোল্লার নাম নিশ্চিত হলেও জিএস পদে রাকিবুল ইসলাম ও এজিএস পদে সাবিনা ইয়াসমিন আলোচনায় আছেন।

এছাড়া বেশ কয়েকটি স্বতন্ত্র প্যানেলও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গেছে। জামালুদ্দীন মোহাম্মদ খালিদ ও মাহিন সরকার একসাথে ভিপি-জিএস প্যানেল গঠন করতে যাচ্ছেন। অন্যদিকে উমামা ফাতেমা ভিপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি জিএস পদে নির্বাচন করবেন বলে আলোচনা চলছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ এবং মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ১৯ আগস্ট দুপুর ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই করা হবে ২০ আগস্ট, প্রাথমিক প্রার্থীতালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ আগস্ট। চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট