খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের হুদুকছড়িতে সেনাবাহিনী অভিযানের নামে গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৮ আগস্ট ২০২৫) ভোররাত আনুমানিক ২টার দিকে ৫০ জনেরও বেশি সেনা সদস্য হুদুকছড়ি গ্রামে প্রবেশ করে অবস্থান নেয়। পরে সকাল ৬টার দিকে সেনারা হুদুকছড়ি বাজারপাড়ায় তিন গ্রামবাসীর বাড়ি ঘেরাও করে প্রায় দুই ঘণ্টা ধরে তল্লাশি চালায়। এ সময় সেনারা বাড়ির ভেতরের আসবাবপত্র তছনছ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
তল্লাশির শিকার হওয়া গ্রামবাসীরা হলেন,আপন সাঁওতাল,জাকি চাকমা (অসিম্মে মা),নয়ন্ত চাকমা (মেকি বাপ)
এ সময় সেনারা অরুণ চাকমা নামে এক যুবককে প্রায় এক ঘণ্টা ধরে বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ ও হয়রানি করে। পরে তারা ড্রোন উড়িয়ে গ্রাম এলাকায় টহল চালায় এবং স্থানীয়দের “সন্ত্রাসীরা কোথায় থাকে”সহ নানা প্রশ্ন করে।
গ্রামবাসীরা জানান, সেনাবাহিনীর এমন অভিযানে এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের চাষাবাদসহ দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।