হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত খাগড়াছড়ি জেলা পরিষদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে কোনও পাহাড়ি চাকরি পেতে পারবেন না। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদকে অসাংবিধানিক ঘোষণা করার পর এবার জেলা পরিষদে পাহাড়িদের অগ্রাধিকারকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করার দাবিতে সেটেলার গোষ্ঠী একটি নতুন আবেদন হাইকোর্টে দাখিল করেছে।
আইন বিশেষজ্ঞদের মতে, এ আবেদনের ফলাফল পার্বত্য চট্টগ্রামের নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বহু বছর ধরে পাহাড়ি জনগণের জন্য যে অগ্রাধিকার ব্যবস্থা চালু ছিল, সেটি বাতিল হয়ে গেলে চাকরির ক্ষেত্রে সমতল থেকে আগতদের সঙ্গে সমান প্রতিযোগিতায় নামতে হবে পাহাড়িদের
এদিকে পাহাড়ের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও সমালোচনায় পড়েছেন সন্তু লারমা ও তার অনুসারীরা। সমালোচকরা বলছেন, তিনি এখনও শুধু চুক্তি বাস্তবায়নের দাবিতেই সীমাবদ্ধ রয়েছেন; কিন্তু সাংবিধানিক স্বীকৃতি ও নতুন আন্দোলনের প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করতে পারছেন না। বরং ব্যক্তিগত সুবিধার জন্য নতুন আন্দোলনের পথে বাধা সৃষ্টি করছেন এবং ধর্ম যুদ্ধ বিভাজনকে উস্কে দিচ্ছেন।
এছাড়া ভারতবিরোধী অবস্থান ও কূটনৈতিক তৎপরতার বিরুদ্ধাচরণও তার রাজনীতির অংশ হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। ফলে, আগের সরকারগুলো পাহাড়ি জনগণের জন্য যে স্বল্প সুযোগ-সুবিধা রেখে গিয়েছিল, সেটিও আজ হুমকির মুখে পড়েছে।