নানিয়ারচর উপজেলার নোয়াদম পাড়ার জীনাস চাকমা সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগে ৫ম মেরিট লিস্টে ভর্তির সুযোগ পেয়েছেন। এটি তার পরিবার ও সমাজের জন্য এক গর্বের অর্জন।
কিন্তু অর্থনৈতিক সংকট তার স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পিতা একজন সাধারণ জুম কৃষক। প্রাথমিক ভর্তি ফি তিনি ঋণ নিয়ে জমা দিলেও, চূড়ান্ত ভর্তির জন্য প্রয়োজনীয় ১১,০২৫ টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। আগামী ২৫–২৭ আগস্ট ভর্তি হওয়ার শেষ সময়সীমা।
🙏 সমাজের দানশীল মানুষদের কাছে অনুরোধ—আপনার ছোট্ট সহযোগিতা জীনাসের স্বপ্ন পূরণে সহায়ক হবে, সমাজকে উপহার দেবে একজন শিক্ষিত মানুষ।
📞 জীনাসের যোগাযোগ: 01537479879
💳 মানবিক সাহায্য পাঠানোর নাম্বার:
বিকাশ: 01531566302
নগদ: 01518705295
আসুন, আমরা সবাই মিলে জীনাস চাকমার পাশে দাঁড়াই।
✍️ তিষ্য চাকমা
৩য় বর্ষ, আই-ই-আর
সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার