খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৬নং মাটিরাঙ্গা ইউনিয়নের ধলিয়া পাড়ায় এক ব্যক্তির বাড়ি ও দোকানে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) মাটিরাঙ্গা সেনা জোন থেকে বিকাল আনুমানিক ২টার দিকে ৪০ জনেরও বেশি সেনা সদস্য গ্রামে প্রবেশ করে অবস্থান নেয়। পরে তারা গ্রামের তিনটি বাড়ি ও একটি দোকানে প্রায় এক ঘণ্টাব্যাপী তল্লাশি চালায়।
অভিযোগ রয়েছে, তল্লাশির সময় সেনারা ঘর ও দোকানের আসবাবপত্র তছনছ করে ফেলে। এছাড়া ঘরের মালিক ও দোকানে উপস্থিত লোকজনকে প্রায় আধাঘণ্টা বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ ও হুমকি দেওয়া হয়।