আমার স্ত্রী বিদেসী চাকমা গত ২৫/০৬/২০২৫ তারিখে নানিয়াচর থেকে নিখোঁজ হয়েছেন। পরবর্তীতে জানতে পেরেছি তিনি নানিয়াচরের বাসিন্দা মোঃ নিজাম উদ্দিন-এর সঙ্গে চলে গেছেন।
আমি একজন অসহায় স্বামী ও বাবা। আমার ছোট ছোট বাচ্চারা মায়ের জন্য কাঁদছে। এ নিয়ে আমি ইতোমধ্যে রাঙামাটি থানায় জিডি করেছি, কিন্তু দুই মাসেও কোনো খোঁজ মেলেনি।
🙏 তাই সকলের কাছে অনুরোধ—যদি কেউ তাদের অবস্থান সম্পর্কে কিছু জানেন, দয়া করে আমাকে জানাবেন। আমি আইনি প্রক্রিয়ায় বিষয়টি সমাধান করতে চাই।
📞 যোগাযোগ:
👉 ০১৫৫৮০৫২০০৮
👉 ০১৮২৫৫১৬৯২৭