গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম দীর্ঘ স্ট্যাটাস আসন্ন রাকসু নির্বাচন ২০২৫ এ কেন্দ্রীয় সংসদের প্রার্থীতা ঘোষণা করেছে শামীন ত্রিপুরা –
ক্যাম্পাসে আসার শুরু থেকেই প্রত্যক্ষ করেছে—কীভাবে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের একচ্ছত্র প্রভাব শিক্ষার্থীদের অধিকার কেড়ে নিয়েছে এবং ন্যায্য আন্দোলনকে বারবার দমন করেছে। গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আমাদের মাঝে নতুন আশার সঞ্চার হলেও তার পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি। পাহাড় ও সমতলে জাতি, ধর্ম ও বর্ণের বিভাজন অটুট রয়েছে।
এবারের রাকসু হোক—
শিক্ষার্থীদের অধিকার রক্ষার সুনিশ্চিত ক্ষেত্র
বৈচিত্র্যময় ও অংশগ্রহণমূলক প্রতিনিধিত্বের মঞ্চ
জ্ঞান ও গবেষণার বিকাশের পথ
বিজ্ঞানচর্চা, শিল্প ও সংস্কৃতির উন্মেষের দিশারি
আমাদের সবার যৌথ স্বপ্ন বাস্তবায়নের সহায়ক
আমি শিগগিরই শিক্ষার্থীদের চাওয়া ও দাবি-দাওয়া নিয়ে পূর্ণাঙ্গ ইশতেহার ঘোষণা করব।
আপনাদের আশীর্বাদ, সহযোগিতা, সমর্থন ও মূল্যবান পরামর্শ চাই।