খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ১ নং সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ধলিয়া পাড়ায় গতকাল (১৯ আগস্ট ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর একটি দল দুই গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী সন্তোষ ত্রিপুরা (৪০), পিতা বজেন্দ্র ত্রিপুরা ও চরণ কুমার ত্রিপুরা (৪৫), পিতা নয়ারাম ত্রিপুরা জানান, প্রায় ৫০ জনের মতো সেনা সদস্য মাটিরাঙ্গা সেনা জোন থেকে এসে “সন্ত্রাসী খোঁজার” নামে তাদের বাড়ি তল্লাশি চালায় এবং ঘরের জিনিসপত্র তছনছ করে।
এর আগে একই দিন দুপুরে সেনা সদস্যরা পাশের গ্রামে সুব্রত ত্রিপুরা (৪৫)-এর বাড়ি ও দোকানেও তল্লাশি চালায় বলে স্থানীয়রা জানান।
ঘটনার পর থেকে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রিপোর্ট লেখার সময় (২০ আগস্ট ২০২৫) সেনাবাহিনীর দলটিকে মাটিরাঙ্গা জোনে ফিরে যেতে দেখা গেছে।