বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর রামগড় উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুরেশ ত্রিপুরা’র পিতা সূর্য কুমার ত্রিপুরা (৫৫) মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে সন্তান রেখে গেছেন।
বুধবার (২০ আগস্ট ২০২৫) রাত ৯টা ৩০ মিনিটে রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের কুমারী পাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) গভীর শোক প্রকাশ করেছে।
পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি তৈমাং ত্রিপুরা ও সাধারণ সম্পাদক ধন মহন ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি ধনু ত্রিপুরা ও সাধারণ সম্পাদক শান্ত চাকমা আজ এক যৌথ শোকবার্তায় বলেন—
“প্রিয়জন হারানো সবসময়ই বেদনাদায়ক। মৃত্যু অবধারিত হলেও তা মেনে নেওয়া কঠিন। সহযোদ্ধা সুরেশ ত্রিপুরা’র পিতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা সুরেশ ত্রিপুরাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।”