বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর রামগড় উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুরেশ ত্রিপুরা’র পিতা সূর্য কুমার ত্রিপুরা পরলোকগমন করেছেন। গতকাল রাত ৯টা ৩০ মিনিটে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের কুমারী পাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ (২১ আগস্ট) বিকাল ২টার সময় তার দাহ-ক্রিয়া সম্পন্ন হয়। দাহ-ক্রিয়ার পূর্বে মরহুম সূর্য কুমার ত্রিপুরাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) রামগড় উপজেলা শাখার সভাপতি ধনু ত্রিপুরা, সাধারণ সম্পাদক শান্ত চাকমা, পিসিপি’র সাধারণ সম্পাদক ধন মহন ত্রিপুরা এবং পিসিপি’র রামগড় উপজেলা শাখার সদস্য রনেশ ত্রিপুরা।
স্থানীয় জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত এ দাহ-ক্রিয়ায় নারী-পুরুষ মিলে তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।