খাগড়াছড়ির রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের পশ্চিম হাঁচুক পাড়ায় রাস্তা সংস্কার ও চলাচল উপযোগী করার লক্ষ্যে পরিচ্ছন্নতা কর্মসূচী পরিচালনা করেছে গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) রামগড় উপজেলা শাখা।
শুক্রবার (২২ আগস্ট ২০২৫) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচীতে ডিওয়াইএফ নেতাকর্মীরা স্থানীয় যুবকদের সঙ্গে নিয়ে রাস্তাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন অবহেলিত থাকায় রাস্তাটি জনসাধারণের যাতায়াতে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
ডিওয়াইএফ নেতৃবৃন্দ জানান, সাধারণ মানুষের ন্যায্য চাহিদা পূরণ ও সামাজিক সমস্যার সমাধানে সংগঠন সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের গণমুখী উদ্যোগ অব্যাহত থাকবে।