মাত্র ৩ বছরের একটি নিষ্পাপ শিশু — হিরো ত্রিপুরা।
এখনও বিদ্যালয়ে পা রাখেনি। এই কোমল বয়সে, যখন অন্য শিশুরা হাসি-খুশিতে খেলাধুলায় মেতে থাকে, তখন হিরোকে লড়াই করতে হচ্ছে হৃদরোগের গুরুতর ছিদ্রজনিত সমস্যার সঙ্গে।
শিশুটির বাবা সতীনময় ত্রিপুরা, খাগড়াছড়ি পৌরসভার একজন পরিচ্ছন্নতা কর্মী। চার সন্তানের সংসার সামলে খুব কষ্টে দিন চলে যায়। এ অবস্থায় প্রায় ৩ লক্ষ টাকা চিকিৎসা ব্যয় বহন করা তাদের পক্ষে সম্পূর্ণ অসম্ভব।
সম্প্রতি ডা. পূর্ণজীবন চাকমা ও ডা. সৈয়দুল আলম কোরাইশী শিশুটিকে পরীক্ষা করে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। দ্রুত চিকিৎসা না হলে শিশুটির জীবন সংকটাপন্ন হয়ে উঠবে।
👉 তাই এখন হিরোর বেঁচে থাকার একমাত্র ভরসা আমাদের সামষ্টিক সহযোগিতা।
আপনার সামর্থ্য অনুযায়ী ছোট্ট একটি সহযোগিতা বা অন্তত একটি শেয়ারও হিরোকে নতুন করে বাঁচার সুযোগ করে দিতে পারে।
💳 সাহায্য পাঠানোর ঠিকানা:
Bkash (Personal): 01533316397
Nagad (Personal): 01810269030
🏦 Sonali Bank
Account Name: Supurna Dewan
A/C: 5418901006497
Branch: NANIARCHAR Branch-54189
চলুন, সবাই মিলে হিরো ত্রিপুরার জীবনে আশার আলো জ্বালাতে এগিয়ে আসি।